দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা
দোয়ারাবাজার সুনামগঞ্জ)সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩" শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কাপ সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি রেজাউল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
দোয়ারাবাজার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আজিজুর রহমান রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি মাও দেলোয়ার হোসাইন, জেলা অফিস ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ইন্টারন্যাশনাল রিলেশন্স মাষ্টার্স-জিয়ামি ইউনিভার্সিটি চায়না এর শিক্ষার্থী মাহবুবুল হাসান।
ইসলামী ছাত্রশিবির কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে
আরও বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ বিল্লাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মেরাজুল হক শাহিন,সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মারুফ, সাহিত্য সম্পাদক সাইফুল্লাহ মানসুর,মাদ্রাসা সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।
মেধাবী কৃর্তী ছাত্র -ছাত্রীের পদচারনায় অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আজকের প্রস্তুতিই আগামীকালের ভিত্তি। যারা কাক্সিক্ষত ফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজেদের এই সাধনার ধারাবাহিকতা ও উন্নতির নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।”
তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন,তোমাদের আজকের এই অর্জন যেন শুধু তোমাদের নিজেদের জন্য না হয়। এই অর্জন যেন এই জাতিকে মুক্ত করার জন্যে হয়। বাংলাদেশের যতগুলো সমস্যা আছে, সব সমস্যা সমাধানের লক্ষ্যে যদি তোমরা শপথ করে থাক, তাহলে তোমার রেজাল্টের আসল স্বার্থকতা হবে। বাংলাদেশের কোন জায়গা আজ দুর্নীতিমুক্ত নয়। বাংলাদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে জালিম মুক্ত করেছে। কিন্তু দেশের মানুষ এখনও জুলুম থেকে রেহাই পায়নি। আমাদেরকে উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্যে।
তিনি আরও বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্যে, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ হওয়ার জন্যে এই দেশের ছাত্রসমাজের মাঝে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।
বক্তারা বলেন, যে মহান রব আমাদের ভালো ফলাফল করার তাওফিক দিয়েছেন, সর্বাবস্থায় তাঁর শুকরিয়া আদায় করতে হবে এবং ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পথচলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পাশাপাশি আমরা যদি সঠিক জীবন গড়র মাধ্যমে আমার রবকে সন্তুষ্ট করতে পারি তাহলে আজকের এই সংবর্ধনা আমাদের জন্য শেষ নয়, কেয়ামতের দিন আমাদের জন্য আরেকটি সংবর্ধনা অপেক্ষা করছে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে দোয়া মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments: